আপনি কতটুকু ওজনের মধ্যে কয়টি লাগেজ ও হাত ব্যাগ সাথে নিতে পারবেন?

আপনি কতটুকু ওজনের মধ্যে কয়টি লাগেজ ও হাত ব্যাগ সাথে নিতে পারবেন?

** ফ্লাইটের টিকিট কাটার সময় জেনে নিন আপনি কতটুকু ওজনের মধ্যে কয়টি লাগেজ ও হাত ব্যাগ সাথে নিতে পারবেন।

** আপনি বড় আকারের ব্যাগ বা লাগেজ - ব্যাগ হাত ব্যাগ হিসেবে সাথে নিয়ে বিমানে উঠতে পারবেন না। একই সাথে অতিরিক্ত ওজনের হাত ব্যাগ নিয়েও ফ্লাইটে উঠতে পারবেন না।

** আপনার জন্য নির্ধারিত ওজনের ও সংখ্যার লাগজে বাড়ি থেকেই প্রস্তুত করে বিমানবন্দরে আসুন।

** টাকা, মোবাইল, অলংকারসহ ছোট কিন্তু মূল্যবান জিনিসপত্র আপনার নিজের সঙ্গে রাখুন।

** আপনার ভ্রমণকে আরামদায় ও ঝামেলামুক্ত রাখতে ভালো মানের ব্যাগ বা লাগেজ ব্যবহার করুন।

** কাচা মাছ, মাংস লাগেজে বহন করবেন না।

** শুটকি , রান্না করা খাবার, বরফ করা খাবার, মধু, শ্যাম্পু, তেল, পানি, সহ কোন ধরণের তরল পদার্থ হাত ব্যাগে রাখবেন না।

** কাচি, ছুরি, ব্লেট, সুই , দড়ি কিংবা ধারলো কোন কিছু হাত ব্যাগে রাখবেন না

** খেয়াল রাখুন আপনার লাগেজের বা ব্যাগের কমপক্ষে একটি দিক যেন সমতল থাকে।

** পোটলা, গাট্টি ব্যবহার থেকে বিরত থাকুন।

** পাতলা বা নিন্মমানের লাগেজ বা ব্যাগে ধারণা ক্ষমতার অতিরিক্ত ওজনের জিনিসপত্র জোরাজুরি করে রাখবেন না, যার কারণে ফেটে গিয়ে আপনার জিনিসপত্র নষ্ট হতে পারে। কিংবা হাতল বা চাকা নষ্ট হয়ে যেতে পারে।

** লাগেজে কাচের জিনিস বা ভেঙ্গে যেতে পারে এমন কিছু থাকলে অবশ্যই তা চেক ইন কাউন্টারে জানাবেন।

আপনি কি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সদস্য হতে চান?