গত ২১শে আগস্ট ২০২৫ খৃষ্টাব্দ, কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কুয়েত শাখা কর্তৃক "জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও ১০% প্রতিনিধিত্ব নিশ্চিত" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কুয়েত শাখার সভাপতি জনাব মোঃ বিলাল পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামে যুগ্ন সাধারণ সম্পাদক শেখ নূর হোসেনের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবু নাসের মহিউদ্দিন মোল্লা।
উক্ত আলোচনা সভায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো: কবীর হোসেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসীম, প্রবাসীদের যৌক্তিক অধিকার জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও ১০% প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রেমিট্যান্স যোদ্ধা সোসাইটি কুয়েত এর সভাপতি আ ক ম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত পরিষদের সাবেক সভাপতি মোঃ আমানুল্লাহ আমান, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ রাশেদুজ্জামান ইকবাল, পরিষদের সাংগঠনিক সম্পাদকরেজোওয়ান আহমেদ (সহ-সভাপতি)।
বিশেষ হিসেবে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ শহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ।
আলোচনা সভায় প্রবাসীদের মধ্যে সম্প্রীতি অধিকার ও সমৃদ্ধি বজায় রেখে প্রবাসীদের মাঝে "এসো এক হই অধিকারের কথা কই" স্লোগান নিয়ে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মিডিয়া সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য রাখেন আ হ জুবেদ, মোঃ আমির হোসেন মজুমদার, আবু তারেক প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সকলেই জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও ১০% প্রতিনিধিত্ব নিশ্চিতোর জোরালো দাবি জানান। প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সহজ পদ্ধতিতে নিবন্ধন করার আহ্বান জানান এবং অন্তর্বর্তী কালীন সরকারের কাছে বিশ্বের ২ কোটি প্রবাসীদের পক্ষ থেকে কুয়েত প্রবাসীরা অনলাইন মোবাইল অ্যাপস এ প্রবাসীদের ভোট গ্রহণের জোর দাবি তোলেন। কারণ প্রবাসীরা মনে করেন প্রবাসী বাংলাদেশীদের নির্বাচনে ভোটদানের বিষয়টি দীর্ঘ প্রত্যাশিত হলেও আজ পর্যন্ত প্রবাসীদেরকে ভোটের আওতায় আনা সম্ভব হয়নি। বর্তমানে একমাত্র পদ্ধতি তথা পোস্টাল ব্যালট ভোটিং অকার্যকর প্রমাণিত হয়েছে। কারণ প্রাপ্ত সময়ের মধ্যে এই পদ্ধতিতে ভোটগ্রহণ প্রায় অসম্ভব। ফলে আজ পর্যন্ত প্রবাস থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার কোন নজির খুজে পাওয়া যায়নি।
কুয়েত প্রবাসীদের স্বতস্ফূর্ত উপস্থিতিতে ও নৈশ ভোজের মাধ্যমে প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার আলোচনা সভা সমাপ্ত হয়।
কাজটি শেয়ার করুন