জুলাই জাতীয় সনদে প্রবাসীদের অবদান, ভোটাধিকার এবং জাতীয় রাজনৈতিক কাঠামোয় প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে সুনির্দিষ্ট প্রস্তাব সংযোজনের দাবিতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বেলা ১২টায় রাজধানীতে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সম্প্রতি সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীরা দেশের গণতান্ত্রিক পরিবর্তনের সাথে সরাসরি ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। রেমিট্যান্স শাটডাউন কর্মসূচি, অর্থনৈতিক সহায়তা, কূটনৈতিক তৎপরতা ও নৈতিক সমর্থনের মাধ্যমে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করেছে।
তবে জাতীয় ঐক্যমত কমিশন কর্তৃক প্রণীত জুলাই জাতীয় সনদের খসড়ায় প্রবাসীদের এই ঐতিহাসিক অবদান, ভোটাধিকার এবং রাজনৈতিক কাঠামোয় প্রতিনিধিত্বের বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব অন্তর্ভুক্ত হয়নি, যা অত্যন্ত দুঃখজনক বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে চারটি মূল দাবির কথা তুলে ধরা হয়-
১. প্রবাসীদের অবদানের স্বীকৃতি : জুলাই গণঅভ্যুত্থানে ও জাতীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা স্বতন্ত্র অনুচ্ছেদে তুলে ধরা।
২. ভোটাধিকার নিশ্চিতকরণ : বিদেশে অবস্থানরত বাংলাদেশীদের জন্য দূতাবাসে সরাসরি ভোটদান অথবা অনলাইন ভোটিং ব্যবস্থা চালুর দাবি।
৩. জাতীয় সংসদে প্রতিনিধিত্ব : সংরক্ষিত আসন অথবা সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
৪. বিশেষ নীতি প্রণয়ন : প্রবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অবদানকে রাজনৈতিক মর্যাদায় রূপান্তরের লক্ষ্যে একটি প্রাতিষ্ঠানিক নীতি গ্রহণ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান, সদস্য আবু হানিফ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের উপদেষ্টা শাকিল উজ্জামান, মানবপাচার প্রতিরোধ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মো: শাহাব উদ্দীন শিহাব এবং গণঅধিকার পরিষদের নেতা ওয়াসিম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কাজটি শেয়ার করুন