ইঞ্জিনিয়ার মো: কবীর হোসেন

সভাপতি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

"প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। বিশ্বের সকল রেমিট্যান্স যোদ্ধাদের জন্য অন্তরের অন্তস্তল থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিবাদন। প্রায় ২ কোটি প্রবাসীদের প্রতিনিধিত্বকারী সংগঠন "বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ" যাত্রার শুরুর দিন থেকে আজ-অব্দি পর্যন্ত প্রবাসীদের যৌক্তিক অধিকার আদায়ে, আর্থ-সামাজিক উন্নয়ন ও কল্যাণে যেভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আশাকরি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আমৃত্যু প্রবাসীদের যৌক্তিক অধিকার আদায়ে, আর্থ-সামাজিক উন্নয়ন ও কল্যাণে কাজ করে যেতে চাই।"

নুরুল হক নুর

সভাপতি, গণঅধিকার পরিষদ

Coming soon..

এস এম সাফায়েত হোসাইন

সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

প্রবাস মানে বিদেশ বা দূরদেশ, প্রবাস মানে আত্মীয়স্বজন বিহীন বছরের পর বছর একাকী কাটিয়ে দেয়া, প্রবাস মানে দেয়ালবিহীন কারাগার, প্রবাস মানে শত দুঃখ কষ্টের সঙ্গে বিরামহীন জীবন যুদ্ধ করা। ভাগ্য পরিবর্তনের আশায় জীবিকার তাগিদে কারো ছেলে, কারো ভাই, কারো বাবা, কারো স্বামী অন্যের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিয়ে দেশান্তরী হয়। এই দেশান্তরী হওয়া মানুষগুলোর সুন্দর একটি নাম প্রবাসী। প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা অর্থাৎ রেমিটেন্স বাংলাদেশের আয়ের প্রধান উৎস।

কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশের আয়ের প্রধান উৎস যে প্রবাসীরা তারা সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে ন্যূনতম সেবা পায় না। প্রবাসীদের প্রতি দেশ ও সরকারের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। প্রবাসী পরিবারকে আইনি সহায়তা, চিকিৎসা, ব্যাংক, শিক্ষা ও সামাজিকতায় অগ্রাধিকার দিতে হবে আর সর্বোপরি বিমানবন্দরে প্রবাসীদের সম্মানজনক আচরন করতে হবে।

মোঃ রাশেদ খান

সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদের আস্থা বিশ্বাস ও ভালবাসার সংগঠন। বিশ্বের প্রায় দুই কোটি প্রবাসী বাংলাদেশির অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি। প্রবাসী ভাই ও বোনদের পাঠানো রেমিট্যান্সের কারণেই অর্থনৈতিকভাবে টিকে আছে বাংলাদেশ। তবুও প্রবাসীরা আজও অনেকটা উপেক্ষিত। প্রবাসীদের ভোটাধিকার ও সরকারি খরচে লাশ বাংলাদেশে আনা, এই দুটি দাবি প্রবাসীরা করে আসছে। কিন্তু এখনো পর্যন্ত এই দাবি বাস্তবায়ন হয়নি। প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় যে সংগ্রাম করছে, এই সংগ্রামে বাংলাদেশ থেকে সবসময় পাশে আছি।
সকল প্রবাসী ভাই ও বোনদের জন্য শুভকামনা ও নিরন্তর ভালবাসা রইলো।

মন্জুর মোর্শেদ

সভাপতি, যুব অধিকার পরিষদ

যাদের রক্ত, শ্রম, ঘাম ও রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি সমুন্নত আছে তাদেরকে বিপ্লবী সালাম। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, বিশ্বে ছড়িয়ে থাকা সকল প্রবাসীদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। প্রবাসীদের সকল সুঃখ-দুঃখ, বিপদ - আপদে সর্বক্ষেত্রে প্রবাসীদের অংশগ্রহণ অনস্বীকার্য। অবৈধ মানব পাচার, বিমানবন্দরে হয়রানি, পাসপোর্ট,ভিসা জটিলতা এবং প্রবাসীদের যেকোনো বিপদের প্রবাসী অধিকার পরিষদ সকল গুরুত্বপূর্ণ কাজে স্বাক্ষর রেখেছেন ও রেখে যাচ্ছে ।

তাছাড়া দেশে মানুষের ভোটাধিকার আদায়, গনতন্ত্র সমন্নুত রাখতে দূরদেশ থেকে প্রতিবাদ সহ সকল ক্ষেত্রে অনস্বীকার্য ভূমিকা পালন করছে। বাংলাদেশ যুব অধিকার পরিষদ , সব সময় সকল প্রবাসীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে। একে অপরে সুঃখ দুঃখ সারথি হয়ে যেকোন পরিস্থিতিতে ঐকবদ্ধভাবে কাজ করবে।

আপনি কি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সদস্য হতে চান?