#শোকবার্তা:
এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে ওমান প্রবাসী মো: বাহার উদ্দিনের পরিবারের ৭ জন সদস্যের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা:
আজ, বুধবার, ৬ আগস্ট ২০২৫ ইং, লক্ষ্মীপুরের বেগমগঞ্জে এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে ওমান প্রবাসী মো: বাহার উদ্দিনের পরিবারের ৭ জন সদস্য ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আড়াই বছর পর দেশে ফেরার আনন্দে ফেসবুকে "স্বপ্ন যাবে বাড়ি আমার" লিখে স্ট্যাটাস দেওয়া বাহার উদ্দিনের জীবনে যে ভয়াবহ দুঃস্বপ্ন নেমে এসেছে, তা সমগ্র প্রবাসী সম্প্রদায়কে স্তম্ভিত করেছে। দীর্ঘদিন বিদেশে শ্রম ও কষ্টের মাধ্যমে উপার্জন করে স্বজনদের সঙ্গে সময় কাটাতে দেশে ফেরা একজন প্রবাসীর পরিবারের উপর এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে ব্যথিত করেছে। এটি শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির জন্যই এক বেদনাদায়ক ও অপুরণীয় ক্ষতি।
দুঃখজনকভাবে, দুর্ঘটনার পর দুই ঘণ্টা পর্যন্ত পানির নিচে আটকে থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান ব্যর্থ হয়, যা রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনার প্রমাণ।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মো: কবীর হোসেন এবং সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসাইন এই দুর্ঘটনার যথাযথ তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট পরিবারকে রাষ্ট্রীয়ভাবে উপযুক্ত ক্ষতিপূরণ ও সহায়তা প্রদানের পাশাপাশি সড়ক নিরাপত্তা ও জরুরি উদ্ধার ব্যবস্থায় দ্রুত সংস্কার কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়েছেন।
আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি—তিনি যেন সকল নিহতকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, বিশেষ করে বাহার উদ্দিনকে এই অভূতপূর্ব শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন। প্রবাসীদের রক্তঘামে অর্জিত স্বপ্ন যেন আর কখনও এভাবে ধ্বংস না হয়, সেদিকে সরকার ও সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
বার্তা প্রেরক,
সাইফুল ইসলাম
দপ্তর সম্পাদক
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ
কাজটি শেয়ার করুন