আগ্রহীকে ১৮ বছর বা ততোধিক বয়সের জন্মসূত্রে অথবা পৈতৃক সূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং প্রবাসী হতে হবে। ইচ্ছুক ব্যক্তিকে সংগঠনের মূলনীতি, গঠনতন্ত্র, কর্মসূচি ও কার্যপ্রণালীর প্রতি ঐকমত ঘোষণা করতে হবে।
আগ্রহীকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কর্তৃক নির্ধারিত আবেদন ফরমে সংগঠনের সকল নীতিমালা মেনে সদস্য ফরম পূরন করে স্ব স্ব ইউনিটের সভাপতি/সাধারণ সম্পাদক/আহ্বায়ক/সদস্য সচিব/সমন্নয়ক বরাবর আবেদন করতে হবে। আগ্রহীকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সকল আইন কানুন, নিয়মাবলি ও নির্দেশনা বাধ্যতামূলক ভাবে মেনে চলতে হবে।
সদস্যদের সদস্যপদ গ্রহনকালীন সময়ে ১০০ টাকা সংগঠনের তহবিলে প্রদান করতে হবে এবং প্রতি বছর আরো ১০০ টাকা প্রদান করে সদস্যপদ নবায়ন করতে হবে।