আগ্রহীকে ১৮ বছর বা ততোধিক বয়সের জন্মসূত্রে অথবা পৈতৃক সূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং প্রবাসী হতে হবে। ইচ্ছুক ব্যক্তিকে সংগঠনের মূলনীতি, গঠনতন্ত্র, কর্মসূচি ও কার্যপ্রণালীর প্রতি ঐকমত ঘোষণা করতে হবে।

আগ্রহীকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কর্তৃক নির্ধারিত আবেদন ফরমে সংগঠনের সকল নীতিমালা মেনে সদস্য ফরম পূরন করে স্ব স্ব ইউনিটের সভাপতি/সাধারণ সম্পাদক/আহ্বায়ক/সদস্য সচিব/সমন্নয়ক বরাবর আবেদন করতে হবে। আগ্রহীকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সকল আইন কানুন, নিয়মাবলি ও নির্দেশনা বাধ্যতামূলক ভাবে মেনে চলতে হবে।

 সদস্যদের সদস্যপদ গ্রহনকালীন সময়ে ১০০ টাকা সংগঠনের তহবিলে প্রদান করতে হবে এবং প্রতি বছর আরো ১০০ টাকা প্রদান করে সদস্যপদ নবায়ন করতে হবে। 

আপনি কি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সদস্য হতে চান?