হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ফ্রি ইন্টারনেট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ফ্রি ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াইফাই আছে।

তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC ) শর্ত হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করতে হবে। যার কারণে, বাংলাদেশের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ইন্টারনেট ব্যবহারের পদ্ধতি ছিলো বিমানবন্দরে। কিন্তু দীর্ঘদিন বিদেশে থাকা প্রবাসীদের কাছে বাংলাদেশি মোবাইলের সিম না থাকায় সেই ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হতো না।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের বিনামূল্যে কোন ধরণের পিন ছাড়াই ওয়াই ফাই সুবিধা দিতে চাইলেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের শর্তের কারণে সম্ভব হচ্ছে না।

বর্তমানে বাংলাদেশের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পাশপাশি, হেল্প ডেস্ক থেকে ওয়াই ফাই সংযোগের ব্যবস্থা করা হয়েছে। ইমিগ্রেশন শেষ করে এই হেল্প ডেস্ক থেকে যে কেউ মোবাইলে ওয়াই ফাই সংযোগ করে নিতে পারবেন। এছাড়া, বিমানবন্দরে থাকা ফ্রি ফোন ব্যবহার করেও যে কেউ কল করতে পারবেন।

মোবাইল সীম ছাড়াই বিমানবন্দরের ওয়াই ফাই কানেক্ট করা যাবে ইমিগ্রেশরে পর হেল্প ডেস্ক থেকে। 

আপনি কি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সদস্য হতে চান?