বিদেশ থেকে মদ/বিয়ার আনতে পারবো?
জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাগেজ রুলস অনুযায়ী, একজন বাংলাদেশি প্রবাসী/যাত্রী নিজের সাথে করে মদ/বিয়ার বা অ্যালকোহল জাতীয় পানীয় আনতে পারবেন না। আপনি মদ কোন স্থান থেকে কিনেছেন তা বিবেচ্য নয়। বাংলাদেশে আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention memo) বুঝে নিবেন।
সিগারেট ১ কার্টন (২০০ শলাকা) পর্যন্ত সিগারেট শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন।