বিদেশ থেকে মদ/বিয়ার আনতে পারবো?

বিদেশ থেকে মদ/বিয়ার আনতে পারবো?

জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাগেজ রুলস অনুযায়ী, একজন বাংলাদেশি প্রবাসী/যাত্রী নিজের সাথে করে মদ/বিয়ার বা অ্যালকোহল জাতীয় পানীয় আনতে পারবেন না। আপনি মদ কোন স্থান থেকে কিনেছেন তা বিবেচ্য নয়। বাংলাদেশে আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention memo) বুঝে নিবেন।

সিগারেট ১ কার্টন (২০০ শলাকা) পর্যন্ত সিগারেট শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন।

আপনি কি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সদস্য হতে চান?