News Photo

উপদেষ্টা ড. আসিফ নজরুল বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইরাক শাখা

২৩/০৪/২০২৫ খৃষ্টাব্দ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতসহ ও ইরাকে বাংলাদেশ দূতাবাসের প্রবাসবান্ধব কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ৫ দফা দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইরাক শাখা।

স্মারকলিপি গ্রহণ করেন উপদেষ্টা ড. আসিফ নজরুলের একান্ত সচিব মোঃ সারওয়ার আলম। তিনি ৫ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।

ইরাকের বাংলাদেশী দূতাবাসের প্রবাসবান্ধব কর্মকর্তাদের বিরুদ্ধে মানবপাচারকারী দালালদের মিথ্যা অভিযোগকে আমলে না নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। ইরাকের সকল প্রবাসীদের পক্ষে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইরাক শাখা ৫ দফা দাবি জানিয়েছে।

৫ দফা দাবি:

১। ইরাকে অবৈধভাবে মানব পাচার বন্ধে মানব-পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করতে হবে।

২। সাধারণ প্রবাসী কর্তৃক প্রদানকৃত তালিকাভূক্ত দালালদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে হবে।

৩। জিম্মিকারী ও মানবপাচারকারীদের তালিকা দূতাবাসের ফেসবুক পেজে তুলে ধরতে হবে।

৪। দূতাবাসে সাধারণ প্রবাসী কর্তৃক অভিযোগ গ্রহনের জন্য অভিযোগ বক্স তৈরি করতে হবে।

৫। প্রবাসীদের যথাযথ সেবা প্রদানে দূতাবাসে পর্যাপ্ত প্রবাসবান্ধব লোকবল নিয়োগ দিতে হবে।

স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় মানব পাচার প্রতিরোধ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মো: শাহাব উদ্দিন শিহাব ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইরাক শাখার সদস্য সচিব মো: রিপন মাহমুদ।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইরাক শাখার সাবেক সহসভাপতি নাজমুল মিয়া এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইরাক শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন আহমেদ সবুজ।

কাজটি শেয়ার করুন

Comment

আপনি কি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সদস্য হতে চান?