News Photo

বরুড়া উপজেলার অসহায় মৃত প্রবাসীর ছেলে-মেয়েকে প্রবাসী অধিকার পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ শিক্ষাবৃত্তি-২০২৫ইং:
প্রবাসী কর্মীর সন্তানকে শিক্ষিত জনসম্পদে রুপান্তরিত করতে তাঁদের মেধাবী সন্তানদের বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের অর্থায়নে ২০২৪ সাল থেকে শিক্ষাবৃত্তি প্রদান করা শুরু হয়। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালেও শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।
১২/০২/২০২৫ কুমিল্লা জেলার বরুড়া উপজেলার অসহায় মৃত প্রবাসীর ছেলে-মেয়েকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান করা হয়। অসহায় প্রবাসীর ছেলে-মেয়েকে ১ বছরের বেতন, ড্রেস, বই, ব্যাগ, খাতা, কলম শিক্ষা উপকরণ দেওয়া হয়।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ অসহায় মৃত প্রবাসীর ছেলে-মেয়ের উজ্জ্বল ভবিষ্যত ও সাফল্য কামনা করছে। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ শিক্ষাবৃত্তি-২০২৫ইং প্রদান অনুষ্ঠানে উপস্থিত ও সার্বিক সহযোগিতায় ছিলেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো: ফয়েজ উল্লাহ,আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক উমর ফারুক উমর, যুব অধিকার পরিষদ বরুড়া উপজেলার সিনিয়র সহসভাপতি সোহেল রানা,ছাত্র অধিকার পরিষদ বরুড়া উপজেলার সভাপতি আদনান আদি, ছাত্র নেতা শরিফুল ইসলাম তুহিন, ঈসমাইল হোসেন ও আরিয়ান।
গণঅধিকার পরিষদ, নোয়াখালী জেলা ও শরিফুল ইসলাম রাজু, সদস্য সচিব, সদর উপজেলা, গণঅধিকার পরিষদ, নোয়াখালী জেলা।

কাজটি শেয়ার করুন

Comment

আপনি কি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সদস্য হতে চান?