গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও শতভাগ স্বচ্ছতার সাথে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, সংযুক্ত আরব আমিরাত শাখার ৩য় কাউন্সিলে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো: হালিম, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফরহাদ গাজী ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: মদরিছ আলী।
নির্বাচিত নেতৃবৃন্দকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: কবীর হোসেন ও সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসাইন।
নেতৃদ্বয় বলেন নবনির্বাচিত নেতৃবৃন্দ নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদকে আরও সুদৃঢ় সংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত করবেন।
পাশাপাশি নেতৃদ্বয়, সকল প্রার্থীগণ, সকল সদস্যবৃন্দ, সকল কাউন্সিলরগণ, সকল নির্বাচন কমিশনারগণ, স্বেচ্ছাসেবী, সাংবাদিকগনের সকলের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমের নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
কাজটি শেয়ার করুন