News Photo

ফ্রান্সের প্যারিসে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

গত ২৩/১১/২০২৪ইং তারিখে ফ্রান্সের প্যারিসে একটি হলরুমে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক আলোচনা ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিনিয়ার মো: কবীর হোসেন, সভাপতি, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মো: কবীর হোসেন বলেন, ইতিপূর্বেও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার সিস্টেম ছিল। এটা একটি অকার্যকর পদ্ধতি। এই অকার্যকর পদ্ধতিতে ২ কোটি প্রবাসীদের মধ্যে ১০ জন প্রবাসীও ভোট দিতে পারে নাই।

এই অকার্যকর পদ্ধতি বাতিল করে তুরস্কের মতন বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী দূতাবাসে ও শহরে শহরে নির্বাচনি বুথ খুলে স্বশরীরে ব্যালট পেপারের মাধ্যমে বাংলাদেশী প্রবাসীদের ভোট গ্রহণ করতে হবে।

তিনি আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে প্রবাসীরা দেশে দেশে রাজপথে আন্দোলন ও রেমিট্যান্স শাটডাউন করে প্রতিবাদে অংশগ্রহণ করেছিল। বর্তমান অন্তবর্তীকালিন সরকারের নিকট প্রবাসীদের প্রত্যাশা অনেক। তাই বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যৌক্তিক ১০ দাবি অতিশীঘ্রই বাস্তবায়ন করার জোর দাবি জানান।

এছাড়া তিনি বলেন, ফ্রান্স প্রবাসীদের ই-পাসপোর্ট কার্যক্রম এখনো শুরু করতে না পারা দুঃখজনক। আগামী ৭ দিনের মধ্যে ফ্রান্স প্রবাসীদের জন্য ই-ই-পাসপোর্ট কার্যক্রম শুরু করতে ফ্রান্সে বাংলাদেশী রাষ্ট্রদূতকে আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: হায়দার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখা।

জনাব মো: হায়দার হোসেন বলেন, প্রবাসীদের সমস্যা সমাধান ও প্রবাসীদের পক্ষে কথা বলার জন্য জাতীয় সংসদে প্রবাসীদের নির্দিষ্ট সংরক্ষিত আসন দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন সারোয়ার হোসাইন (বিপুল), উপদেষ্টা, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশিকুর রহমান, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত), বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখা ও মো: নুরুল গনি জনি, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখার নবগঠিত কমিটির অসংখ্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন আহমদ, সভাপতি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখা। শাহীন আহমেদ তার সমাপনী বক্তব্যে অন্তবর্তীকালিন সরকারে প্রবাস থেকে ২জনকে উপদেষ্টা করার জন্য জোর দাবি জানান।

 

 

কাজটি শেয়ার করুন

Comment

আপনি কি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সদস্য হতে চান?