বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর উদ্যোগে সুনামগঞ্জ জেলার দোয়ারা উপজেলা নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর বাজারের অন্তর্গত আল জান্নাহ মাজে মসজিদ প্রাঙ্গনে ইফতার বিতরণ ও আলোচনা আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সঞ্চালনা করেন ক্বারি আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলার সভাপতি মাওলানা আলী আসগর।
আরো বক্তব্য রাখেন হাফিজ, ফয়াজ উদ্দিন বর্তমান মেম্বার ৩নং ওয়ার্ড নরসিংপুর ইউপি, মাওলানা আশিকুর রহমান, সহকারী অধ্যাপক সৈয়দপুর ফাযিল মাদ্রাসা, মাওলানা, ফয়জুল ইসলাম আকদ্দুস ইবতেদায়ী প্রদান শিক্ষক নরিসংপুর আদর্শ দাখিল মাদ্রাসা, মাওলনা আখতার হোসেন, সুপার নাছিমপুর বাজার দাখিল মাদ্রাসা, হাফিজ আবুল হোসেন ইমাম ও খতিব আল- জান্নাহ জামে মসজিদ নাছিমপুর জনাব মজন্দর আলী নাছিমপুর জনাব তেরাব আলি নাছিমপুর জনাব মাহমুদ আলি মাষ্টার সহ এলাকার
বিশিষ্টজনের উপস্থিতিতে আলোচনা সভা ও ইফতার বিতরণ সফলভাবে সম্পূর্ণ হয়।
সৌজন্যে: মোঃ শাহীন আহমেদ মড়ল সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স ও নুরুল গনি সদস্য প্রবাসী অধিকার পরিষদ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স।
কাজটি শেয়ার করুন