স্বাধীনতার ৫২ বছর পরেও প্রবাসীদের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার যথাযথ ব্যবস্থা নেই। আগামীকাল রবিবার ৭ তারিখের "একতরফা জাতীয় সংসদ নির্বাচনকে দেড় কোটি প্রবাসীদের বয়কট শীর্ষক আলোচনা সভা" অনুষ্ঠিত। আজ শনিবার(৬/০১/২০২৪ইং) বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর প্রধান উপদেষ্টা ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি তার বক্তব্যে সকল প্রবাসী ও প্রবাসীদের পরিবারের সদস্যদের ও সাধারণ জনগনকে আগামীকালকের ভোট বর্জনের আহ্বান জানান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি প্রবাসীদের যৌক্তিক দাবি প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগের সাথে একমত পোষণ করে সকলকে আগামীকালকে ডামি নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও দেশীয় কমিটি সমূহের অসংখ্য নেতাকর্মী। উপস্থিত নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫২ বছর পরেও প্রবাসীদের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার যথাযথ ব্যবস্থা নেই, তাই আগামীকাল রবিবার ৭ তারিখের একতরফা জাতীয় সংসদ নির্বাচনকে দেড় কোটি প্রবাসীরা বয়কটের ঘোষণা দেন। সর্বশেষ,বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ কবীর হোসেন বলেন, প্রায় দেড় কোটি প্রবাসী ভোটারদের বাইরে রেখে বাংলাদেশে কখনো অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। তাই আগামীকাল রবিবার ৭ তারিখের একতরফা জাতীয় সংসদ নির্বাচনকে দেড় কোটি প্রবাসীরা বয়কট করলো ও সেই সাথে দেশে প্রবাসীদের পরিবারের সদস্যদের ও সাধারণ জনগনকে নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
কাজটি শেয়ার করুন