প্রারম্ভিক জীবন: মোঃ রবিউল হক ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা, সিংগাইর উপজেলার, চারিগ্রাম ইউনিয়নে জন্মগ্রহণ করেন-- ১৩-১০-১৯৮৮ সালে তাঁর পিতার নাম মো: আফাজুদ্দীন (ব্যবসায়ী) ও মাতার নাম আন্না বেগম (গৃহিনী)। ২ বোন ও ১ভাই বোনের মধ্যে মো: মোঃ রবিউল হক মেজ । বাংলাদেশে থাকা অবস্থায় হতদরিদ্র মানুষের পাশে ছিলিন - বিভিন্ন মানবিক ফাউন্ডেশন কাজ করেছেন। পোশাক শ্রমিকদের অধিকার নিয়ে সাভারের তেতুলঝোড়ায় কাজ করেছেন।
সাগঠনিক পরিচিতি: মো: রবিউল হক বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন এর পর থেকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার সমন্নয়ক ও সংগঠক হিসেবে কাজ করেন। সংঘঠন কে এগিয়ে নিতে অনেক পরিশ্রম করে যাচ্ছেন - অধিকার আদায়ের লক্ষ্যে - সমস্যায় থাকা প্রবাসীদের পাশে দাড়াচ্ছেন।। বর্তমানে তিনি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং প্রথম কমিটিতে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত।
কর্মজীবন: মোঃ রবিউল হক কুয়েত আছেন ২০১৬ সালে থেকে -
ফেসবুক -- https://www.facebook.com/profile.php?id=100089899706500&mibextid=ZbWKwL
ইউটিউব https://youtube.com/@rabiulhaque2490?si=WNhzX10-Df9PAtyw