Team Photo

যোগাযোগ

  • kabircse115@gmail.com
  • +4917643246748

ইঞ্জি: মো: কবীর হোসেন 

সভাপতি

ইঞ্জিনিয়ার মো: কবীর হোসেন

সাংগঠনিক পরিচিতি: ইঞ্জিনিয়ার মো: কবীর হোসেন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম সংগঠক হিসেবে কাজ করেন। পরবর্তীতে তিনি বাংলদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সংগঠক এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন প্রধান সমন্নয়ক ও সংগঠক হিসেবে কাজ করেন। পাশাপাশি গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সংগঠক হিসেবে কাজ করেন। ২০২৪ সালের বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের দেশ ও বিদেশে সংগঠক হিসেবে রাজপথে ভূয়সী ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ২য় বারের মতন কেন্দ্রীয় সভাপতি হিসেবে ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য ও কেন্দ্রীয় সহ সভাপতি কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত।

প্রারম্ভিক জীবন: ইঞ্জিনিয়ার মো: কবীর হোসেন ঢাকা বিভাগের টাংগাইল জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো: কুরবান আলী (ব্যবসায়ী) ও মাতার নাম রোকেয়া বেগম (গৃহিনী)। তিন ভাই ও ২ বোনের মধ্যে মো: কবীর হোসেন সবার ছোট। তিনি বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ বিএসসি (অনার্স) ও জার্মানি থেকে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ এমএসসি (মাস্টার্স) ডিগ্রি পাশ করেছেন।

কর্মজীবন: ইঞ্জিনিয়ার মো: কবীর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের মার্কেটিং ডিপার্টমেন্টের "Computer Instructor" হিসেবে ৫ বছর পূর্ণকালীন চাকরি করেন।

এছাড়া তিনি পড়াশোনা চলাকালীন বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান (Bangladesh Election Commission, Zetta ByteTechnology, SIGOS GmbH, Germany, Global Tech Coverage, Germany Bluekong Network, Germany) এ আইটি ইঞ্জিনিয়ার হিসেবে খন্ডকালীন চাকরি করেন।

বর্তমানে তিনি জার্মানিতে "European Patent Office(EPO)" এ পূর্ণকালীন "IT Consultant" হিসেবে ২০১৭ সাল থেকে কর্মরত আছেন।

আপনি কি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সদস্য হতে চান?