প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ০৭-০১-২০২৫ইং
সূত্র: বাপ্রঅপ-৩৩০
*মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপগামী বাংলাদেশ বিমানসহ অন্যান্য দেশীয় উড়োজাহাজ সংস্থার টিকিটের বাড়তি দাম কমানোর দাবি ও এনবিআর কর্তৃক বিমানের টিকেটের এক্সসাইজ ডিউটি বৃদ্ধির প্রস্তাবের তীব্র প্রতিবাদ*
বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং ইউরোপগামী বিমানের টিকিটের অতিরিক্ত মূল্য বৃদ্ধিতে মারাত্মক সংকটে পড়েছেন প্রবাসী কর্মীরা। বর্ধিত ভাড়ার কারণে অনেক কর্মী বিদেশে কর্মস্থলে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন, যা তাদের জীবিকা এবং দেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলছে।
বর্তমানে বাংলাদেশের বিমানের টিকিটের দাম প্রতিবেশী দেশগুলোর তুলনায় বহুগুণ বেশি। অভিবাসী কর্মীরা বাড়ি-জমি বিক্রি করে বা উচ্চ সুদে ঋণ নিয়ে এই অতিরিক্ত ভাড়া বহন করতে বাধ্য হচ্ছেন। বিশেষত, মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য টিকিটের এই লাগামহীন দাম দেশীয় অভিবাসন খাতে এক অভূতপূর্ব সংকট সৃষ্টি করেছে।
এছাড়া, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রস্তাবিত এক্সসাইজ ডিউটি বৃদ্ধি সমস্যাকে আরও জটিল করে তুলেছে। নতুন প্রস্তাব অনুযায়ী, স্থানীয় ফ্লাইটের ক্ষেত্রে ৫০০ টাকা থেকে ৭০০ টাকা, সার্কভুক্ত দেশগুলোতে ১,০০০ টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ৩,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা করা হচ্ছে। এই শুল্ক বৃদ্ধি বিমানের টিকিটের দামকে আরও বাড়িয়ে তুলবে, যা প্রবাসীদের জন্য ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়াবে।
প্রবাসীদের এই সংকট নিরসনে আমরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ৪ দফা দাবি উত্থাপন করছি:
১. মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপগামী বাংলাদেশ বিমানসহ অন্যান্য দেশীয় উড়োজাহাজ সংস্থার টিকিটের অতিরিক্ত দাম কমাতে হবে।
২. বাংলাদেশ বিমানের পাশাপাশি অন্যান্য দেশীয় সংস্থার ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করতে হবে।
৩. টিকিটের দাম নিয়ন্ত্রণে একটি কার্যকর রেগুলেটরি বোর্ড গঠন করতে হবে।
৪. এনবিআরের প্রস্তাবিত এক্সসাইজ ডিউটি বৃদ্ধি অবিলম্বে বাতিল করতে হবে।
আমরা মনে করি, এই সমস্যাগুলো দ্রুত সমাধান না হলে প্রবাসী কর্মীদের জন্য বিদেশে কাজ করা অসম্ভব হয়ে পড়বে এবং দেশের অর্থনীতিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। অতএব, প্রবাসীদের স্বার্থ রক্ষায় সরকারের আন্তরিক হস্তক্ষেপ প্রয়োজন।
আহ্বানে,
ইঞ্জি. মো. কবীর হোসেন
সভাপতি
কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ
এস. এম. সাফায়েত হোসাইন
সাধারণ সম্পাদক
কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ
আমাদের কার্যক্রমের দ্রুত আপডেট পেতে আপনার ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন।
Copyright ©Bangladesh Expatriates Rights Council-2023, All Rights Reserved. Developed by: Eng. Md. Kabir Hosen and SM Shafayat Hossain
কাজটি শেয়ার করুন